সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে মাদারীপুর- ২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও কানাডা প্রবাসী ড. আতিকুর রহমান বাবুল কতৃক হাজি হাশমত আমেনা ফাউন্ডেশন ( এইচএইচএ) এর আয়োজনে সহস্রাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
(২৪ ডিসেম্বর মঙ্গলবার) বিকেলে রাজৈরের নরারকান্দি বাবনাতলা বাবুর মাঠে আলোচনা সভায় প্রবীণ ব্যাক্তিত্ব মো আজিজুল হক বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও (১৯৯১ সালের) সাবেক সংসদ সদস্য প্রার্থী ড. আতিকুর রহমান বাবুল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার শহীদুল ইসলাম, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলি মাতুব্বর, শেখ মাহবুব আলম, লুতফুর রহমান, মো আয়ুব আলী হাওলাদার, জীবন বোস, মো পান্নু মাতুব্বর, ইলিয়াস সরদার, সালমা মিনুসহ প্রমূখ।
পরে শীতার্তদের মাঝে এক হাজারের বেশি কম্বল বিতরণ করা হয়।