মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টার, লালমনিরহাট: লালমনিরহাট জেলার পুলিশের মাসিক কল্যাণ সভা ০৪ ডিসেম্বর লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিল শেড-এ অনুষ্ঠিত হয়েছে।লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন ও ফিন্যান্স)লালমনিরহাট, ড. মোঃ কামরুল হাসান প্রিন্স, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, লালমনিরহাট’সহ সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। কল্যান সভায় জেলা পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় প্রত্যেক সদস্যের দাবি/পরামর্শ সমুহ মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।