এন এস বি ডেস্ক: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কমিটি প্রকাশের দাবি জানিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। এ জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। সোমবার (২ ডিসেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৯-২০ সেশনের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাব্বী। তিনি বলেন, ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ে যে কমিটি হয়েছে তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে।’ রাব্বী বলেন, ‘কমিটি প্রকাশের পর তিন কর্মদিবসের মধ্যে তিতুমীর কলেজে এসে সরেজমিন পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে। ১৫ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে।’৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের কমিটির তিন দফা দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়ার কথা থাকলেও এতে টালবাহানা শুরু করেছে সরকার। খুব দ্রুত কমিটির প্রকাশ এবং কাজ দেখতে চাই আমরা।’