সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরে পতিতাবৃত্তির অপরাধে পতিতাদের সরদারসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে উপজেলার টেকেরহাট আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের পতিতা সরদার রানী(৩০), চৌয়াড়ীবাড়ীর মিতু বালা(৩০), রাজশাহীর গোদাগারী থানার প্রেমতলী মেডিকেল এলাকার ময়না বেগম(২৪), ঢাকার আশুলিয়া থানার সাভার উত্তর রাজশন এলাকার সুবর্ণা আক্তার(৩০), রাজৈরের আমগ্রামের সুজিত ভাবু(২৫), অন্তর বালা(২০) ও সাহাপাড়ার অথৈয় সাহা(২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে ফ্লাট বাসা ভাড়া নিয়ে স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় পতিতাবৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছিল রানী। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকেরহাট আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এসময় ৫ তলা ভবনের নিচ তলার একটি ফ্লাট থেকে পতিতাদের সরদার রানীসহ পতিতাবৃত্তির সাথে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান জানান, তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তির অপরাধ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।