কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ২ রাজাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম সদর থানা ও উলিপুর থানার যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতা তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রাজা ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, সরকার পতনের ১ দফা দাবীতে গোটা দেশের নেয় কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলা চালায় । এতে কমপক্ষের ৩০/৩৫ জন আহত হয় ।এ ঘটনায় জেলা যুবদলের নেতা আবু তাহের মেসবাহ ১৩ সেপ্টেম্বর কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে উলিপুরের ২ রাজার সম্পৃক্ততা জানতে পায়। গোপন সংবাদের ভিত্তিতে রেজাউল করিম রাজাকে তার তবকপুরের বাড়ি ও আজাহার আলী রাজাকে হায়াৎখার বাড়ি হতে পুলিশের যৌথ টিম গ্রেফতার করে । উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, গ্রেফতারের পর রাতেই তাদেরকে কুড়িগ্রাম সদর থানায় পাঠানো হয়। তদন্তকারী কর্মকর্তা এস আই সাইফুল্লাহ জানান, আদালতের মাধ্যমে আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।