ক্যাম্পাসে রডোডেনড্রন শোভা পাচ্ছে —
খোলস ছেড়ে মমার্তে ছবি আঁকা হচ্ছে,
উপত্যকায় প্রতিভার ভাঙা পাখনা উড়ছে;
ভূবনডাঙার মাঠে প্রদীপের রাশি জ্বলছে।
চরাচরে আহত হৃদয় নিঃসৃত গান ভাসে-
চাঁদডোবা রাতে প্রস্তুত শব্দসৈনিকরা আসে,
ধ্বংসস্তূপের মাঝে এসে বসে হলুদ পাখি,
সমাবর্তন শেষে ঘন্টা,ধূসর ছবি আঁকি।
মন্দিরে মন্দিরে অকালভৈরবীর গান..
মসজিদে আজান বেহেস্তে যাওয়ার তান,
কালবেলার গল্পে ক্রমশঃ পাল্টাচ্ছে অঙ্ক
নেড়া বাবলা গাছের ছায়ায় সান্ধ্য আতঙ্ক!
সভ্যতার পিলসুজ হাতে একলব্যরা যত
গ্রেটোর গীর্জার চাবির লড়াইয়ের মত,
অঙ্ক কষা কুশীলবরা সব সামিল হচ্ছে
স্বচ্ছতার ইমেজগুলো ফিকে হয়ে যাচ্ছে।