মাদারীপুরে আইনজীবী কে হত্যার প্রতিবাদে এলাকাবাসি ও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলার সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন এর চাপাতলী গ্রামের স্হায়ী বাসিন্দা মাদারীপুর বারের আইনজীবী এডভোকেট সরদার মোঃ জয়নাল আবেদীন কে নৃশংস হত্যার প্রতি বাদে মস্তফাপুর বাসস্ট্যান্ডে অভিজাত নাবিলা রেষ্টুরেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে আপন ভাইয়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক বিচার ও ফাঁসি র সংবাদ সম্মেলনে কান্নাজডিত কন্ঠে কথা বলেন, আইনজীবী র আপন ভাই মোঃ কামাল সরদার।
মামলার বাদি মায়া বেগম কান্না জড়িত কন্ঠে বলেন , পুলিশ আমার স্বামীর প্রকৃত খুনিদের এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। মায়া বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, মাদারীপুর জেলার দায়িত্ব পালনকারী সেনাসদস্যদের হস্তক্ষেপ কামনা করেন।