এন এস বি ডেস্ক: কলকাতার আরজি কর কাণ্ডে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে বিক্ষোভে নেমেছে ‘ছাত্রসমাজ’, পুলিশের সঙ্গে ঘটেছে সংঘর্ষের ঘটনাও। এর মধ্যেই বুধবার (২৮ আগস্ট) রাজ্যটিতে ‘বাংলা বনধ’ কর্মসূচি পালন করছে নরেন্দ্র মোদির দল বিজেপি। তবে মমতার অভিযোগ, ছাত্রসমাজের মুখোশে রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন মোদি। হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে গদি থেকে সরিয়ে দেয়ারও।মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেউ কেউ মনে করছে এটা (পশ্চিমবঙ্গ) বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে, ওদের আর আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মঙ্গলবার পশ্চিমবঙ্গের সচিবালয় ‘নবান্ন’ ঘেরাও কর্মসূচি দিয়েছিল ছাত্রসমাজ। এ নিয়েও কথা বলেছেন মমতা। তার দাবি, নবান্ন ঘেরাওয়ের মাধ্যমে লাশ ফেলতে চেয়েছিল বিজেপি। যেন আন্দোলন উসকে দেয়া যায়। কিন্তু পুলিশ তা হতে দেয়নি।