রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হিতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে ১৯টি ল্যাপটপ চুরি হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) রাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সকালে স্কুলে এসে ল্যাবের দরজা খোলা দেখতে পান। পরে ভিতরে প্রবেশ করে দেখেন ল্যাবের১৯টি ল্যাপটপ চুরি হয়ে গেছে।
ঘটনার পর পরই স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এবং পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিদ্যালয়টির শিক্ষার্থীরা এই চুরির ঘটনায় হতাশা প্রকাশ করেছে। তাদের মতে, এই ল্যাপটপগুলো তাদের পড়াশোনায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করত। দ্রুত এই চুরির ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, “চুরির ঘটনা তদন্ত করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলের সহযোগিতা কামনা করেছেন এবং চুরি হওয়া ল্যাপটপগুলো ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।