এনএসবি ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনুপ্রবেশকারীদের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ। শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে জেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হন। মিছিলে আওয়ামী লীগের পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।
পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। এতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ মো. অহিদুজ্জামান, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের সভাপতি মো. শওকত হাসান, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারণ সম্পাদক আসাদু্জ্জামান আসাদ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বক্তব্য দেন।