সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন সাহার শপথ পাঠ অনুষ্ঠানের পরে রাজৈর উপজেলায় যোগদান উপলক্ষে বর্ণাঢ্য মোটরযান শোভাযাত্রা, ফুলেল শুভেচছা বিনিময় সংর্বধনা ও সংক্ষিপ্ত সমাবেশ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ উপলক্ষে (৪ জুন) মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচছা বিনিময় সংর্বধনা ও সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ শেষে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ছালাম মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি মো মতিয়ার রহমান, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাও: মাহবুব হোসেন, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শামীম মাতুব্বর, যুবলীগ যুগ্ম আহবায়ক ইমরুল হাসান খালিদ, জেলা ছাত্রলীগের সদস্য সুজন হোসেন রিফাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান পিয়াল, সাধারণ সম্পাদক সম্রাট খানসহ প্রমূখ।