রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

এই বাংলায় -এনামুল হক টগর

এনামুল হক টগর
Update : রবিবার, ২৬ মে, ২০২৪, ৬:৪১ অপরাহ্ন

এই বাংলায়
এনামুল হক টগর
এই বাংলায় আমি তোমাদের মাঝে বার বার ফিরে ফিরে আসি নতুন!
এই বাংলায় আমি মৃত্তিকার মাঠে মাঠে কৃষাণ ও কৃষাণি রূপ ধরে ফসল ফলাই নন্দন।
এই বাংলায় আমি শ্রমজীবী,আমি কর্মজীবী,আমি অভিজ্ঞতায় আবিষ্কার নিপুণ।
এই বাংলায় আমি সময়ের প্রয়োজনে আধুনিক প্রজ্ঞায় দৃঢ় দীপ্ত চেতনায় সুন্দর।
এই বাংলার ঘরে ঘরে ও গ্রামে গ্ৰামে কখনো নগরে আমি প্রাণের অধিকার জাগাই সাম্য দীপ্ত।
এই বাংলায় আমি মানবতার বার্তা নিয়ে সভ্যতার জ্ঞান ছড়াই আর্দশ সমাজ শান্তি।
এই বাংলায় আমি কখনো অধ্যয়নরত ছাত্র ছাত্রীর নতুন গবেষণা ও কল্যাণ সেবা আগামীর।
এই বাংলায় আমি কখনো খেটে খাওয়া মানুষের,কখনো দিনমজুরের বন্ধু জীবন সমান অধিকার।
এই জন্মভূমি,এই মাতৃভূমি,এই মৃত্তিকার পথে পথে আমি কখনো আলোর সূর্য পিণ্ড নির্মাণে সুদূর।
এই বাংলার চেতনায়,আমি আজও সত্যজ্ঞানের বিজ্ঞতা ছড়াই জনম জনম মানবতার প্রেম।
এই বাংলার অধিকারে আমি কখনো আন্দোলন মিছিল করি ন্যায্য দাবী সম্পদ বণ্টন দেশপ্রেম।
এই বাংলায় আমি মুহূর্তে মুহূর্তে জেগে উঠি দৃঢ় দীপ্ত লড়াইয়ে দেশপ্রেম জাগরণ সুগতি।
এই বাংলার আমি আঁধারের গভীর ভেঙে সুন্দর সকাল জাগাই অনাগত প্রগতি।
এই বাংলায় আমি ন্যায়ের জন্য সন্ত্রাস তছনছ করি দূর্নীতি লুটেরা মাদক মাতাল।
এই বাংলায় আমি জনপদ ও রাজপথের বুকে শ্লোগান করি উন্নতির সুচনায় সমুজ্জ্বল।
এই বাংলায় আমি পরিবর্তন ও মানবতার আদর্শ নীতিতে দৃঢ় দীপ্ত জীবন চলমান গতিতে অগ্ৰদূত।
এই বাংলায় আমি আহত বিক্ষত যন্ত্রণার কবি নিত্য ইতিহাস লিখে যাই জীবনের ব্যথা আনন্দ স্মৃতি।
এই বাংলায় আমি ন্যায়পরায়ণ যুদ্ধে যুদ্ধে শহীদদের তালিকায় বিপ্লবী বীর ও তীক্ষ্ণ তরবারি।
এই বাংলায় আমি অসহায় মানুষের পক্ষে হেঁটে যাই গ্ৰাম ও নগরের অধিকার আন্দোলন মুক্তির।
এই বাংলায় আমি শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের দীর্ঘ মাইলফলক স্মৃতিশৌধ দীপ্তকর।
এই বাংলায় আমি ইতিহাসের মহাযোদ্ধা দক্ষ রাজনীতিবিদ মহাকালের আলো আঁধার!
এই বাংলায় আমি যুগে যুগে,আমি শতকে শতকে,আমি সহস্র বছরে ধরে নতুন নতুন আবির্ভাব সংস্কার।
এই বাংলায় আমি কুটিল কালের অশুভ অশনি ভেঙে চুরে করে গড়ে তুলি মধুর সংসার।
এই বাংলায় আমি সর্বসময় ব্যভিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই সাহসী এক বীর যোদ্ধা অগ্নি নয়ন।
এই বাংলায় আমি নব নব রূপ ও রূপান্তরে হেঁটে যাই শ্রম ও কর্মে ন্যায়পরায়ণ।
এই বাংলায় আমি অতীত মাতৃভাষার আন্দোলনে লড়াই করেছি আজন্ম দেশপ্রেমিক।
এই বাংলায় আমি তরুণ যৌবনে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি রণাঙ্গনে মুক্তিযুদ্ধের মহৎ বিবেক!
এই বাংলায় আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও রাখাল রাজার মহা-দেশপ্রেমে উজ্জীবিত উত্তরসূরী।
এই বাংলায় আমি পুনরায় আরেকটি অর্থনৈতিক যুদ্ধের চেতনায় নতুন সংস্কারে দৃঢ় দীপ্তকর।
এই বাংলায় আমি ক্ষুধামুক্তির বার্তা বহনকারী দিন ও রাত্রির বুকে দক্ষ মাঝি কাণ্ডার।
এই বাংলার আমি বরযখ ইল্ল্যীয়ান ও সিজ্জিনের মধ্যবতী রহস্য ইলমে মারফতের ভাণ্ডার।
এই বাংলায় আমি রূহের জগত থেকে ফিরে ফিরে আসি পরিবর্তনে ঘরবাঁধি আদর্শ সংসার!
এই বাংলায় ও এই পৃথিবীতে আমি পুলসিরাতের পথে পথে হেঁটে যাই সরল বিশ্বাসী আগামীর।
এই বাংলায় আমি কালে কালে ও যুগে যুগে শোষিতদের পক্ষে কথা বলি অনাগত যুদ্ধের উত্তরসূরী।
এই বাংলায় আমি মানব জাতির স্বনির্ভর চেতনায় বার বার সংগ্ৰাম করি আধুনিক সভ্যতার।
এই বাংলায় আমি সমকালের বিপ্লবী,বিশোধন আলোকপ্রাপ্ত সুফির রাজ্যে নূরের জ্যোতি দীপ্তিময়।
এই বাংলায় আমি অসৎ আমলা,ও ভণ্ড রাজনীতিবিদদের রুখে দেই প্রয়োজনে কঠিন সময়।
এই বাংলায় আমি কখনো নিষ্ঠুর নির্মম আঘাতে আঘাতে ধ্বংস করি অশনি আঁধার।
এই বাংলায় আমি প্রতিরাতে চন্দ্র ও নক্ষত্রের সাথে জেগে উঠি দূর আসমান বহুদূর দীপ্তিময়!
এই বাংলায় আমি বিপ্লবী প্রতিঘাত প্রতিরোধ নিহারিকা শিখার মতো জ্বল জ্বল জেগে উঠি অগ্নি শিখায়।
এই বাংলায় আমি রাত শেষে নতুন প্রভাতের সূর্যকিরণ ও পাখির ডাকে এক বহমান নদীর তরী!
এই বাংলা থেকে আমি সুদূর পৃথিবীর প্রান্তরে প্রান্তরে হেঁটে যাই কর্ম শস্যের উৎপাদন দৌলত ভাণ্ডার।
এই বাংলায় আমি নব্য সংস্কারক,যেখানেই দেখি অন্যায় অপরাধ কঠিন আঁধার,
সেখানেই আমার নতুন জন্ম,সেখানেই আমি ফিরে আসি,সেখানেই আমি ভেঙে চুরে বন্টন করি মানবতার অধিকার।
এই বাংলায় আমার সাথে জেগে ওঠে নজরুল সুকান্ত জীবনানন্দ শামসুর রাহমান ও ভবিষ্যৎ সুদূর।
এই বাংলায় আমার সাথে কালে কালে জেগে ওঠে লালন শাহ ও বিশ্ব কবি রবি ঠাকুর।
এই বাংলায় আমি ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার পবিত্র রক্তে মিশে বিদগ্ধ দেশপ্রেমিক।
এই বাংলায় আমি অমর ভাষা সৈনিকের দীপ্ত জয়গান রফিক শফিক সালাম বরকত বিবেক।
এই বাংলায় আমি যুদ্ধ শেষে বীরাঙ্গণা বাঁশীর সুরে দেশপ্রেমের গান করি শহীদ জননীর ডাক।
এই বাংলায় আমি প্রেমিক ও প্রেমিকার রূপ ধরে আবাদের মাটিতে খামার গড়ি তুলি ফসলের চেতনায়।
এই বাংলায় আমি শতকের পর নতুন শতক,মধুময় রাখালের সুরেলা বাঁশি গীতিকার সুরকার পরিচয়।
এই বাংলায় আমি প্রেমশিখা পরম আনন্দে স্বর্গ শান্তির স্থিতি গড়ি অমৃত সুধা প্রিয়তম প্রেম অক্ষয়।
এই বাংলায় আমি সাগর পাড়ি দেওয়া অভিজ্ঞ মহাচৈতন্যের এক দক্ষ নাবিক।
এই বাংলায় আমি কর্ম শেষে চলে যাই দূর বহুদূর আসমান ঠিকানায় নিরিবিলি নির্বাক!
আবার এই বাংলায় আমি প্রতিটি ঘাটে ঘাটে ও বন্দরে বন্দরে নোঙর করি দারিদ্রমুক্তির অগ্ৰদূত।
এই বাংলায় আমি বার বার ফিরে ফিরে আসি আদবে গৌরবে শান্তির মহাদূত।
এই বাংলায় আমি বার বার ফিরে ফিরে আসবো সেবায় সভ্যতায় পরিবর্তনে নিপুণ।
এই বাংলার মাঠে মাঠে আমি রূপ রস জন ও সবুজ সোনালী শস্যের রঙে বৈচিত্র্যময়!
এই বাংলায় আমি মধুমতি ভৈরব করতোয়া ধলেশ্বরী ও ইছামতির সৌন্দর্যে গৌরব দেশপ্রেমে উদয়।
এই বাংলায় আমি সংগ্ৰামী,আমি বিপ্লবী,আমি দেশপ্রেমিক,আমি মহাচেতনায় বাঙালি বিশ্বজগতময়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host