রাজৈরে মহিলা মেম্বার ও নারী নেত্রীকে মারধরের অভিযোগ
কাওসার আলম মিঠু, স্টাফ রিপোর্টার
Update :
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৭:০৩ অপরাহ্ন
Share
মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু: মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসদি মহেন্রদি ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার উরমিলা খাতুন কে মারধোরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উরমিলা খাতুনের স্বামি বাদি হয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিবরনি থেকে জানা গেছে ুরমিলা তার স্বামির বাডিতে যখন ধনি য়া উডাচ্ছিল ঠিক তখনি পুর্ব শত্রুতার জের ধরে আপন বড জা ও ছোট দেবর ছরোয়ার মোল্লা সহ আরো কয়েকজন আতর্কিত মারধোর করলে উরমিলা মাটিতে লুটিয়ে পডলে স্হানীয় লোকজন ধরে রাজৈর স্হাস্ব্য কমপ্লেক্রে ভর্তি করা হয়। ন্যায় বিচার চেয়ে উরমিলার স্বামি সাংবাদিকদের কাছে কান্না জডিত কন্ঠে বলেন, স্যার আমার আপন ভাই ভুমিদসু্্য ছরোয়ার মোল্লা ও আপন ভাবি আপসানা বেগমের বিরুদ্বে আইনগত ও শাস্তিমুলক ব্্যবস্হা গ্রহনের জোর দাবি জানিয়েছে।