খুলনা প্রতিনিধি।। গাভীর জন্য নিজ ঘেরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে লাশ হয়ে বাড়ি ফিরলেন উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের দেলোয়ার গাজীর ছেলে ১ সন্তানের জনক ওবায়দুল্লাহ গাজী (২৭) নামের এক ঘের ব্যবসায়ী। এ সময় একটি গবাদিপশুরও মৃত্যু হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, রবিবার সকাল ৯টার দিকে ঘের ব্যবসায়ী ওবায়দুল্লাহ গাজী বাড়ির গাভীর জন্য কানাইডাঙ্গা বিলে ঘাস কাটতে যায়। বিলে থাকা অন্য ঘের ব্যবসায়ী আব্দুল গনি সদ্দারের সাথে ঘাস কাটতে থাকে। এ সময় হঠাৎ আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে অন্ধকার নেমে আসে। এরপর দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় তিনি আব্দুল গনি সরদারের ঘেরের বাসায় একটি গবাদি পশুর সাথে আশ্রয় নেন।
এ সময় হঠাৎ ঘেরের বাসার উপরে বজ্রপাত ঘটে। গবাদিপশুসহ ওবায়দুল্লাহ গাজীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
গুটুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ তুহিনুর ইসলাম ও ইউপিসদস্য ইজ্জত আলী মোড়ল বিষয়টি নিশ্চিত করেন।
ডুমুরিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, এ ব্যপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতের সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।