নিজস্ব সংবাদদাতা,বারাসত, পশ্চিমবঙ্গ : ১৮ মার্চ,২০২৪ সোমবার রাত ৮ টায় বারাসত হিস্ট্রি লাভার্স অ্যাসোসিয়েশনের,ভিজ্যুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশন এর অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মহীতোষ গায়েন। তিনি ২০২৪-২৬ বর্ষের জন্য ইতিহাস চর্চা,গবেষণার এই ইতিহাস,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংস্থার কার্য নির্বাহী কমিটি ঘোষণা করেন।
কার্যনির্বাহী কমিটি (২০২৪-২০২৬)
১. দেবপ্রসাদ বসু,প্রতিষ্ঠাতা সভাপতি
২. অধ্যাপক ড. মহীতোষ গায়েন,প্রতিষ্ঠাতা সভাপতি
৩. অধ্যাপক ধ্রুব কর,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক
৪.পীযুষ নন্দী, কার্যকরী সভাপতি
৫.অভিজিৎ কর্মকার,সহ সভাপতি
৬.কৌশিক দত্ত, কার্যকরী সাধারণ সম্পাদক
৭. মৈত্রেয়ী দে, সহ-সম্পাদক
৮. অধ্যাপক বুম্বা দে, প্রকাশনা সম্পাদক
৯. প্রান্তিক কুমার দাস, অফিস সম্পাদক ও হিসাবরক্ষক
১০. সোস্যাল মিডিয়া টিম:
পীযুশ নন্দী, শ্রেয়সী আইচ, বুম্বা দে,শুভম মন্ডল