শৈলকুপা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি, ঝিনাইদহ ১ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জনাব মো: আব্দুল হাই মূমুর্ষ অবস্থায় থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর রোগমুক্তি কামনায় বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো ) শৈলকুপা উপজেলা শাখা দোয়া মাহফিলের আয়োজন করে। এতে ভার্চুয়ালি আসাফো’র কেন্দ্রীয় সভাপতি, শৈলকুপার কৃতি সন্তান জনাব সাইদুর রহমান সজল প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন। এছাড়া শৈলকুপা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, আসাফোর প্রেসিডিয়াম সদস্য আকমল হোসেন সহ উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।