সরস্বতী মন্ত্র
মহীতোষ গায়েন
পাড়ায় পাড়ায় সরস্বতী উচ্চারিত মন্ত্র
ভাবের ঘরে চুরি হয় বুদ্ধি বিবেক-যন্ত্র,
হলুদ পাড়ের বাসন্তী রং সরস্বতী হাসে
বেকার যুবক যুবতীরা সরস্বতীর পাশে।
পুজো পাড়ায় অস্থিরতা চটুল হিন্দি গান
পুড়ছে ভাষা,পুড়ছে আশা সরস্বতীর মান,
আজ পলাশের প্রেমের ভাষা পরিপূর্ণ হয়
সরস্বতী মায়ের কৃপায় ফাগুন আশা জয়।
তুমি ছিলে নদীর দেবী বিদ্যায় কেন এলে
দেখ,বিদ্যেহীন বাবুরা দিচ্ছে পাখা মেলে,
শোষক পেটায়,রক্ত ঝরে,মৃত্যু অবশেষে
গণতন্ত্রে কি অনাচার হচ্ছে দেশে দেশে।
সরস্বতী মায়ের মন্ত্রে সিক্ত পুরুষ এবং নারী
খেটে খেয়ে আমরা সবাই সুখে থাকতে পারি,
হিংসা ভুলে দ্বেষ ভুলে সবাই থাকো ভালো
সরস্বতী বিদ্যাভাগে জ্বালাও জীবন-আলো।