নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের সাধুহাটি গ্রামের আগুনে পুড়া বাড়ীর মালিকদের কাছে আর্থিক সাহায্যে পৌছে দিলো ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল। সোমাবার রাতে সাধুহাটি গ্রামের আগুনে পুড়া বাড়ীর মালিক পেসকার মোল্লাকে ৫০ হাজার ও মোঃ হারুন মিয়াকে ৫০ হাজার টাকা এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পক্ষে প্রদান করেন তার ভাই ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। এসময় তার সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অর্থ সাহায্য শেষে মধুহাটী ইউনিয়নের ডুগডুগির বাজারে এমপি মহুলের পক্ষ থেকে ওয়াজ মাহফিলে ৪০ হাজার টাকা ও হাজীডাঙ্গা বাজারের ওয়াজ মাহফিলে ৬০ হাজার টাকা দেন ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।