প্রাইভেট মিলিটারি কোম্পানি ওয়াগনারের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কথা ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু ওয়াগনার শনিবার মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায়, এই নিষেধাজ্ঞা স্থগিত করে ওয়াশিংটন। সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, আফ্রিকায় সোনার ব্যবসার সঙ্গে যুক্ত ওয়াগনার। সেটিকে টার্গেট করেই নতুন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র।
এছাড়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ওয়াগনারের যে মাইনিং ব্যবসা আছে সেটিও নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়ার কথা ছিল। কিন্তু ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে এই নিষেধাজ্ঞা স্থগিত করে যুক্তরাষ্ট্র। এক সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রাশিয়া ও ওয়াগনারের মধ্যেকার এই বিবাদের মধ্যে কোনো পক্ষ নিতে চাইছে না ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র মনে করছে, এই মুহূর্তে ওয়াগনারকে নিষেধাজ্ঞা দিলে তাতে রাশিয়ার পক্ষ নেয়া হবে। এদিকে শনিবার দিনভর উত্তেজনা শেষে বিদ্রোহ শেষ করার ঘোষণা দেন ওয়াগনার বস। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো নিজেই প্রিগোজিনকে বুঝান। ফলে পরিস্থিতি আবার আগের মতো হয়ে গেছে।যুক্তরাষ্ট্র এখন আবার ওয়াগনারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে কিনা তা স্পষ্ট নয়।