এন এস বি ডেস্ক: দীর্ঘ ৫ বছর পর গাড়ি থেকে নেমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে গুলশানের বাসা ফিরোজায় ঢুকলেন। ২০২০ সালের পর থেকেই তিনি হুইল চেয়ার ব্যবহার করে বাসায় ঢুকতেন। মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি ফিরোজায় পৌঁছেছেন। বাড়ির সামনে হাজারো মানুষ তাকে স্বাগত জানিয়েছেন। এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরোজার উদ্দেশে রওয়ানা দেন বিএনপি নেত্রী। এ সময় তাকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল নামে। এদিন সকাল ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এছাড়া খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। বেগম জিয়া কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করছেন তারা। দেশে ফিরে আবারও বিএনপির নেতৃত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করেন নেতাকর্মীরা।