খুলনা প্রতিনিধি: আজ মঙ্গলবার (১৩ জুন) প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে সুরঞ্জিত বসাক নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের অনুপতি বসাকের ছেলে।
সুরঞ্জিত ডুমুরিয়া উপজেলার রংপুর কালিবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। আজ মঙ্গলবার সকালে বাংলা মূল্যায়ন পরীক্ষা দিতে স্কুলে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক অনুদ্যুতি মণ্ডল বলেন; আগামী কাল প্রধান শিক্ষকের শেষ কর্মদিবস তাই দায়িত্ব বুঝে নিচ্ছিলাম এমন সময় ছাত্রটির অসুস্থতার খবর পাই। তাৎক্ষণিকভাবে তাকে সাড়াতলা স্থানীয় চিকিৎসক বিরাজ বাবুর নিকট নিয়ে অক্সিজেন দেই। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় অ্যাম্বুলেন্স এনে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুরঞ্জিতকে মৃত বলে ঘোষণা করেন। আমাদের জানামতে সুরঞ্জিত শ্বাসকষ্টের রোগী ছিল।
ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস বলেন; ছাত্রটির মৃত্যুর খবর পেয়েছি কিন্তু কি কারণে মারা গেছে তা জানতে পারিনি।
মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী