রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

হিজড়া সেজে চাঁদাবাজি

Reporter Name
Update : শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ন

স্ত্রী-সন্তান রয়েছে। তার পরেও হিজড়া সেজে নিয়মিত চাঁদাবাজি করতো তারা। সম্প্রতি হিজড়া সেজে চাঁদাবাজির অভিযোগে ৮ জন ভুয়া হিজড়াকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। শনিবার দুপুরে মিরপুর মডেল থানাধীন টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সকলেই পুরুষ। কিন্তু তারা হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করতো। তারা হলেন, মো. হোসেন ওরফে শিলা হিজড়া,  মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া, আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া, মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া, মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া,  মো. নয়ন ওরফে নিশি হিজড়া,  মো. বেলাল ওরফে কেয়া হিজড়া এবং মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া।তারা দীর্ঘদিন ধরেই হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। পাপ্পু হিজড়া তাদের গুরুমাতা হিসেবে পরিচিত। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন। এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করায়। বিনিময়ে প্রতিদিন তাদের কাছ থেকে ৬০০ টাকা করে নেয়। গ্রেপ্তারকৃতদের বাড়ি লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পাবনা এবং ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায়। তাদের বেশিরভাগই বিবাহিত এবং সন্তানও রয়েছে। তবুও তারা হিজড়া সেজে চাঁদাবাজি করছিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করে একদল হিজড়া। মোটরসাইকেল চালক টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে ২০০ টাকা কেড়ে নেয়। পরবর্তীতে ভুক্তভোগী ব্যক্তি ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল এসব হিজড়াদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host