ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বুলডোজার দিয়ে উপড়ে গুড়িয়ে ফেলা হলো শেখ মুজিবের ভাস্কর্য।
শুক্রবার(৭ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মুজিবর রহমানের স্মারক ভাস্কর্যটি বুলডোজার দিয়ে ভেঙে উপড়ে ফেলে ছাত্ররা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এ ভাংচুর কার্যক্রম পরিচালিত হয়। এসময় তিনি বলেন শেখ মুজিবের কোন মুর্তি এদেশে থাকবেনা হরিণাকুণ্ডুর কোন অফিসে বা শিক্ষা প্রতিষ্ঠানে যদি দেখা যায় তাহলে তাদের সরিয়ে ফেলার আহবান জানাচ্ছি , যদি না সরাই তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি আরও বলেন এই উপজেলায় স্বৈরাচার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কোন কর্মকান্ড করতে দেওয়া যাবে না এবং তাদের কোন চিহ্ন রাখা যাবে না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরও জানান, ফ্যাসিষ্টদের কোনো মুর্তি থাকতে পারে না এই নতুন বাংলাদেশে। যদি থাকে তাহলে নতুনভাবে প্রাপ্ত স্বাধীনতার সম্মান রক্ষা হবে না। ফ্যাসিজম কায়েম এ দেশে আর হতে দেওয়া যাবে না। তাই এ ভাস্কর্যগুলি ভেঙে ফেলা হচ্ছে।
এর আগে, গত ৫ আগস্ট ভাস্কর্যটিকে ভাঙার চেষ্টা করে ছাত্ররা। কিন্তু অত্যন্ত মজবুত করে তৈরি হওয়ার কারণে তা সম্ভব হয়নি। এরপর গতকাল ৬ ফেব্রুয়ারী রাতেও আরও একবার ভাঙার চেষ্টা করা হয়। কিন্তু তখনও ছাত্ররা ব্যর্থ হয়। এরপর তারা সেখানে আগুন ধরিয়ে দেয়।