ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পারিবারিক পুষ্টি বাগান বৃদ্ধি করণের লক্ষ্যে কৃষকদের মাঝে গাছের চাঁরা ও সাক সবজির বীজ বিতরণ করা হয়েছে।
সোমাবার (১৯জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে এই চারা ও বীজ বিতরণ করা হয়। দেশের প্রতিটি ইঞ্চি জমি কাজে লাগেতে এবং পুষ্টির চাহিদা পূরণে বাড়ির পাশে পুষ্টি বাগানের উদ্যোগ নিয়েছে সরকার।
এতে এক দিকে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হবে তেমনি অতিরিক্ত সবজি, ফল-মুলবিক্রি করে বাড়তি আয়ও হবে। এ লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে হরিণাকুণ্ডু কৃষি সম্প্রসারণ অফিস ২৪৪ জন প্রান্তিক কৃষকের মাঝে আম, কদবেল, লেবু, বারমাসি সজনা, পেয়ারাসহ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা ও ৮ প্রকার সবজির বীজ বিতরণ করার উদ্যোগ করে। গাছের চারা ও বীজ বিতরণ কালে উপজেলা কৃষিবিদ হাফিজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়র্দ্দার। এছাড়া উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েলসহ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের উপকারভাগী কৃষকদের একাংশ।