ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে ১৮ মাস বয়সের একশিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। হরিণাকুণ্ডু থানার ওসি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপিনাথপুর গ্রামের সাগর মিয়ার ১৮ মাসের শিশুসন্তান মুস্তাক হোসেন সকালে হাঁসের পিছু নিয়ে আস্তে আস্তে হেটে বাড়ির পাশে পুকুরের ধারে গিয়ে পানির ভিতরে পড়ে যায়। এসময় বাড়িতে সবাই কাজে ব্যস্ত থাকায় প্রথমে বুঝতে পারেনি। পরে বাচ্চার মা ও অন্যান্যরা শিশুটিকে খুঁজতে থাকে এবং পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লিক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু ঘোষণা করেন। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইাসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেণ তিনি বলেন ঘটনা শুনার সাথে সাথে আমি সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। এই দুর্ঘটনাটি মর্মান্তিক বলেও তিনি আখ্যায়িত করেণ।