ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের তৈলটুপী গ্রামে গভীর রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
সোমবার (১৭জুলাই ) মধ্যরাতে ওই উপজেলার তৈলটুপী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে দেলোয়ার মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, সোমবার গভীররাতে ৮-১০ জনের একটি ডাকাত দল বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।পরে তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে।
ভুক্তভোগী দেলোয়ার মন্ডল জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ছয় ভরি গহনা রুলি, নেকলেসসহ প্রায় ১লক্ষাধিক নগদ টাকা লুট করে নিয়ে যায়। তাদেও মুখ বাধা ছিল বলে চিনতে পারেনি।
এবিষয়ে হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, এ ঘটনায় থানায় একটি ডাকাতির মামলার প্রস্তুতি চলছে । ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান করছে পুলিশ। অচিরেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবেও জানান তিনি।