এস এম এ রউফ কয়রা (খুলনা)ঃ সুন্দরবনে এক শ্বাসরুদ্ধকর অভিযানে কোস্ট গার্ড সদস্যরা দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর কবল থেকে ৬ নারীসহ মোট ৩৩ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন। গতকাল বুধবার (০৯ এপ্রিল) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আজ বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সূত্রে খবর আসে যে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনী ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে তাদের গোপন আস্তানায় জিম্মি করে রেখেছে।
এই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড তাৎক্ষণিক অভিযান শুরু করে।অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল আতঙ্কিত হয়ে ফাঁকা গুলি ছুঁড়ে দ্রুত বনের গভীরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকা থেকে অপহৃত ৬ নারীসহ ৩৩ জন জেলেকে এবং তাদের ১৬টি মাছ ধরার নৌকা উদ্ধার করতে সক্ষম হন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত জেলেরা জানান, তারা গত ০৯ এপ্রিল সকালে মাছ ও কাঁকড়া ধরার জন্য কয়রা থেকে সুন্দরবনে গিয়েছিলেন। পথিমধ্যে করিম শরীফ বাহিনীর সদস্যরা তাদের জিম্মি করে এবং প্রত্যেকের কাছে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।উদ্ধারকৃত জেলেদের তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড স্টেশন কয়রায় নিয়ে আসা হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। উদ্ধারকৃত সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বোটসহ জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড তাদের আওতাধীন এলাকায় মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে, জলদস্যু ও বনদস্যুদের দমন করতে এবং একটি নিরাপদ সুন্দরবন গঠনে সর্বদা তৎপর রয়েছে। এই লক্ষ্যে তারা নিয়মিতভাবে ২৪ ঘণ্টা টহল পরিচালনা করে আসছে। তাদের এই নিরলস প্রচেষ্টার ফলে উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এই সফল অভিযান সুন্দরবনে মাছ ধরতে যাওয়া সাধারণ জেলেদের জন্য এক স্বস্তির নিঃশ্বাস বয়ে এনেছে এবং উপকূলীয় এলাকায় অপরাধ দমনে কোস্ট গার্ডের দৃঢ় পদক্ষেপের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর পালিয়ে যাওয়ায় এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। কোস্ট গার্ড জানিয়েছে, ডাকাত দলকে গ্রেপ্তারের জন্য তাদের অভিযান অব্যাহত থাকবে।