যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস সম্প্রতি গোপনে ইউক্রেন সফর করেছেন। সেখানে তিনি দেশটির গোয়েন্দা বিভাগের পরিচালক এবং প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। জুনের শেষদিকে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে কিয়েভের সেনারা। ওই সময়েই সিআইএ পরিচালক সফরে এসেছিলেন। তবে বিষয়টি সময়মতো প্রকাশ হয়নি। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের পক্ষ নিয়ে তাকে সহায়তা করতে গোয়েন্দা তথ্য শেয়ার করার মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নিকোলাস বার্নস। ওয়াশিংটন পোস্ট এ বিষয়ে প্রথম রিপোর্ট করে।
তাদের মতে, রাশিয়া দখল করে নেয়া ভূখণ্ড পুনরুদ্ধারের পরিকল্পনা শেয়ার করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। একই সঙ্গে তারা বছরের শেষ নাগাদ যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে চায়। কমপক্ষে এক বছর আগে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া।তারপর প্রায় নিয়মিত ইউক্রেন সফর করেন সিআইএ পরিচালক। সর্বশেষ তিনি জুনে এই সফর করেন বলে খবর দেয় ওয়াশিংটন পোস্ট। ভাড়াটে বাহিনী ওয়াগনারের নেতা ইয়েভগেনি প্রিগোজিনের বিদ্রোহের ২৪ ঘন্টা আগে সিআইএ পরিচালক এই সফর করেন। প্রিগোজিনের বাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে যে হুমকি হয়ে দেখা দিয়েছিল তাকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হয়।
প্রিগোজিনের নেতৃত্বে তার বাহিনীর বিদ্রোহে কোনো ভূমিকা না থাকার কথা পরিষ্কার করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের বড় বড় মিডিয়ায় রিপোর্ট প্রকাশ হয়েছে যে, রাশিয়ায় ওই বিদ্রোহের পর পরই পররাষ্ট্র বিষয়ক রাশিয়ার গোয়েন্দা সার্ভিস এসভিআরের প্রধান সের্গেই নারিশকিনকে ফোন করেছিলেন সিআইএ প্রধান নিকোলাস বার্নস। তাকে তিনি জানিয়েছেন, এই বিদ্রোহে যুক্তরাষ্ট্র জড়িত নয়।