মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা র মস্তফাপুর বাসস্ট্যান্ডে অভিজাত নাবিলা রেষ্টুরেন্ট আয়োজিত সারাবাংলা,৮৮ মানবিক সংগঠনের উদ্যোগে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকেরহাটশহিদ সরদার শাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাসিবুল হাসান হাওলাদার।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক প্রফেসর কাওসার আলম মিঠু। সভায় সভাপতিত্ব করেন রাজৈর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাখাওয়াত হোসেন মিন্টু। সভায় অংশ গ্রহণ করেন জেলা কমিটির পক্ষ থেকে কালকিনি উপজেলা র শহীদস্মৃতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আলোমগির হোসেন মাতুব্বর ও খৈয়ারভাংগা হাইস্কুলে র সহকারী প্রধান শিক্ষক মোঃ আমি র হোসেন সরদার এবং জেলা কমিটির সদস্য মাহবুব হাওলাদার এবং বিশিষ্ট ব্যবসায়ি মিন্টু হাওলাদার প্রমুখ।