বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সাংবাদিক বাদশার মৃত্যুতে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির শোক

Reporter Name
Update : শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ৯:১৯ পূর্বাহ্ন

খুলনা প্রতিনিধি: দৈনিক মানবজমিনের পাইকগাছা ও দৈনিক লোকসমাজ পত্রিকার কপিলমুনি প্রতিনিধি শেখ মোসলেহ উদ্দিন বাদশা বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি। বিবৃতিদাতারা হলেন;
সভাপতি কাজী আব্দুল্লাহ(দৈনিক পূর্বাঞ্চল), সহ-সভাপতি: অরুণ দেবনাথ(আমার সংবাদ) সাধারণ সম্পাদক: আব্দুল লতিফ মোড়ল(দৈনিক যুগান্তর), সহ:সম্পাদক: সুব্রত ফৌজদার(দৈনিক যায়যায় দিন), কোষাধ্যক্ষ এস,রফিকুল ইসলাম(দৈনিক জন্মভূমি), সাংগঠনিক সম্পাদক: জাহাঙ্গীর আলম মুকুল(চ্যানেল এস), দপ্তর সম্পাদক: শেখ আব্দুস সালাম(দৈনিক সময়ের খবর), প্রচার সম্পাদক: গাজী মাসুম(দৈনিক সংযোগ বাংলাদেশ) কার্য নির্বাহী সদস্য : মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জি(দৈনিক নয়া দিগন্ত), সেলিম মোড়ল (ভোরের ডাক) আক্তারুজ্জামান লিটন(এশিয়ান টিভি), সাধারণ সদস্য মাহাবুব রহমান(সময়ের খবর) জি,এম ফিরোজ(জন্মভূমি), গাজী নাসিম(রাজপথের দাবী)। তারা বিবৃতিতে বলেছেন; সাংবাদিক শেখ মোসলেহ উদ্দিন বাদশা ছিলেন একজন সৎ, নিষ্ঠা ও নির্ভিক সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন সাহসী কলমযোদ্ধা হারালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host