রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন শৈলকুপায় সামাজিক বিরোধে বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ডুমুরিয়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ডেট লাইন ডুমুরিয়ার থুকড়া : মুক্তিযুদ্ধের গৌরব থেকে মাদকপুরী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন তুহিন হত্যার প্রতিবাদে বোয়ালমারী প্রেসক্লাবের মানববন্ধন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:৩২ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্যাতন ও জবাই করে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাটের  মিশন মোড় গোল চত্তরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎রবিবার (১০ আগষ্ট) সকাল ১১ ঘটিকার সময় মিশন মোড় গোল চত্বরে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাটের আয়োজনে জেলা৫ উপজেলা কর্মরত সকল সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষ এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে।
‎সমাবেশের বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সময় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের ষ্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়েছে, যা গণমাধ্যমের উপর একটি চরম আঘাত। লালমনিরহাটে সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক সম্পাদক হেলাল কবিরকে হত্যার চেষ্টা করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার হত্যাকারী ও সারাদেশে সাংবাদিক নির্যাতনকারীদের বিচার, সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্যের দাবি করে আসছেন । অন্যথায় সাংবাদিকরা বিকল্প ব্যবস্থা গ্রহণসহ সকল প্রকার সংবাদ বয়কটের ঘোষণা দিয়েছেন।
‎বক্তারা আরও বলেন, সাংবাদিকরা নিজেদের জন্য কখনো সংবাদ প্রচার করে না, সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রচার করে, মাদকের বিরুদ্ধে সংবাদ করে। সর্বপরি সাংবাদিকরা দেশের শান্তিশৃঙ্খলা ভালো রাখার জন্যই সংবাদ প্রচার করে থাকে। এজন্যেই সাংবাদিকরা হত্যার শিকার হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে। যারা অন্যায়, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করে আজ তারাই সংবাদের শিরোনাম হচ্ছে। এমনটা চলতে থাকলে সাংবাদিকরা এই পেশা থেকে সরে আসবে। সমাবেশে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ‎সমাবেশে সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন, সিনিয়র সাংবাদিক লিয়াকত হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আহমেদুর রহমান মুকুল, ৭১ টেলিভিশনের প্রতিনিধি মিলন পাটোয়ারী, গাজী টিভির আলতাব হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম রতন, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি নিয়ন দুলাল, দেশ টিভি জেলা প্রতিনিধি জামাল বাদশা , বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি, দৈনিক যুগের আলো, দৈনিক ডেসটিনি প্রতিনিধি মোঃ গোলাপ মিয়া, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পাটগ্রাম উপজেলার  সভাপতি শহিদুল ইসলাম, হাতীবান্ধা উপজেলার সভাপতি/সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলার সভাপতি নুরুজ্জামান আহমেদ, রংপুর সংবাদ পত্রিকার প্রতিনিধি মহাসীন মিয়া, সাংবাদিক সাদিকুল ইসলাম, কল্লোল আহমেদ, মিলন কুমার রায় প্রমুখ।
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সভাপতি সাংবাদিক এস,আর শরিফুল ইসলাম রতন তার বক্তব্যে বলেন আজকের পর থেকে যেন লালমনিরহাটের কোন সাংবাদিক হয়রানির শিকার না হয়,কোন সাংবাদিক যেন নির্যাতনের শিকার না হয়, কোন সাংবাদিক যেন কোন মিথ্যা মামলার আসামি না হয়, যদি হয় তাহলে বাংলাদেশ প্রেসক্লাব কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। তিনি আরো বলেন অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর হত্যাকারীদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জন্য বর্তমান সরকারের কাছে উদাত্ত আহবান করেন।
মোঃ গোলাপ মিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host