কাওসার আলম মিঠু, স্টাফ রিপোর্টার: ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মামলা শুরু হয়েছে বলে জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। সহিংসতার ঘটনায় সব মামলা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃষ্টির মতো ইট ছুঁড়ে বিএনপি কর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর বৃষ্টি মতো ইট ছুড়েছে তারা। বিএনপি-জামায়াতের এ তাণ্ডব থেকে সাংবাদিকরাও রেহায় পায়নি। বিএনপি-জামায়াতের হামলায় পুলিশের প্রায় ১০০ সদস্য আহত হয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।