রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় ছবেদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সকালে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের ভান্ডারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছবেদ আলী ভান্ডারীপাড়া গ্রামের মৃত জাকির আলী শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে শৈলকুপা-হাটফাজিলপুর সড়ক দিয়ে বাড়িতে ফিরছিলেন কৃষক ছবেদ আলী। পথে ভান্ডারীপাড়া নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেলী ইসলাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। তবে চালককে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।