রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: শৈলকুপা উপজেলা পরিষদের মাহলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন নিরাপত্তাহীনতায় আছেন
তিনি শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান। এ সময় তার পারিবারিক অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় থানা ও উপজেলা প্রশাসনের নিকট বহুবার ধর্না দিয়েও কোন ন্যায় বিচার পান নাই বলে সংবাদ সম্মেলনে জানান। পৌরসভার কাউন্সিলর মো: মুসা খাঁন ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেও পুলিশের ভূমিকা রহস্যজনক বলে মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক ও তার ব্যক্তিগত ক্যারিয়ারে ঈর্ষান্বিত হয়ে সংগবদ্ধ সন্ত্রাসী বাহিনী কারন অকারনে তার পরিবারের উপর নির্যাতন চালাচ্ছে, কোন প্রশাসনিক কিংবা স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সহযোগিতা পাওয়া যাচ্ছেনা।