রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি গঠন করা হয়েছে। সম্প্রতি শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শৈলকুপা উপজেলা বেসরকারি মাধ্যমিক সহকারি শিক্ষকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক বেসরকারি সহকারী শিক্ষক সংগঠন শুভ উদ্বোধন ও কমিটি গঠন করা হয়।
সভায় বিভিন্ন বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক মিল্টন হোসেনকে আহবায়ক এবং ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন জোয়াদ্দারকে সদস্য সচিব করে শৈলকুপা উপজেলা বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি গঠন করা হয়।