রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপায় বুধবার (১৭সেপ্টেম্বর) সকালে ১১ টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে দুর্গাপূজা উৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শৈলকুপা পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের মন্দির কমিটির পক্ষ থেকে দু’জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টসহ বিভিন্ন সুশীল সমাজের একাংশ, উপজেলা বিএনপি, জামায়াত ইসলাম, গণঅধিকার পরিষদ ও অন্যান্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২৮ টি মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক রাখতে উপজেলা সেনা ক্যাম্প কমান্ডার, অফিসার ইনচার্জ শৈলকুপা থানা, আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর প্রধানগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উপজেলা জুড়ে আনন্দঘন পরিবেশে পূজার আয়োজনকে সাফল্য মন্ডিত করতে শৈলকুপা বিএনপি ও জামায়াতে ইসলামী শৈলকুপা শাখা স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু এবং পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। শৈলকুপায় পূজারীগণ নির্বিঘ্নে যাতে উৎসবমুখর পরিবেশে পূজা অর্চনা করতে পারেন এবং কোন রকম অভিযোগ অথবা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছেন বক্তব্য রাখেন।
প্রস্তুতিমূলক সভার সভাপতি স্নিগ্ধা দাস শৈলকুপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি দেশের বিরাজমান অবস্থায় শৈলকুপার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দকে সাধুবাদ জানান। তিনি প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা, বিকল্প বিদ্যুৎ, পরিমিত প্রশাসন এবং দর্শনার্থীদের মন্তব্যের জন্য একটি রেজিস্ট্রার খাতা, মন্দিরের বাইরে প্রশাসনিক কর্মকর্তাদের মোবাইল নম্বর, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সহায়তাসহ কঠোর নিরাপত্তা নিশ্চিতে চেস্টা করছেন।