রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুর ১ আসনে জামাত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী’র গণসংযোগ রাজৈরে কাগজ নিয়ে খেলা করায় ৭ মাদ্রাসাছাত্রকে বেত্রাঘাত শৈলকুপায় জমি বিরোধের জেরে আপন ভাগ্নের হাতে মামা খুন ক্রেজি টাইম লাইভ রোমাঞ্চকর অভিজ্ঞতার নতুন দিগন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী কুড়িগ্রামের উলিপুরে জোরপূর্বক রাস্তা তৈরিতে বাঁধা দিতেই দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগ শৈলকুপায় মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন শৈলকুপায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও জনপ্রতিনিধিগণের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ইরান-ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা শৈলকুপা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময়
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় জমি বিরোধের জেরে আপন ভাগ্নের হাতে মামা খুন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৬:১০ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাগ্নের হাতে আকমল খান (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আকমল খান পাশ্ববর্তী পাংশা উপজেলার কসবামাজাইল গ্রামের মৃত ইয়াহিয়া খানের ছেলে। অভিযুক্ত ইউনূস মন্ডল শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের শাহবাড়িয়া গ্রামের ইমদাদুল মন্ডলের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে জমিজমা নিয়ে শৈলকুপার শাহবাড়িয়া গ্রামের বোনের ছেলেদের সঙ্গে বিরোধ চলে আসছিল পাংশা উপজেলার আকমল খান, তার ভাই লুৎফর খান ও আনছার খানের। শুক্রবার বিকালে আকমল খান নিজ বাড়ি থেকে খুলুমবাড়িয়া বাজারে যাওয়ার পথে গড়াই নদীর ঘাট পাড় হয়। এসময় নৌকা থেকে নেমে ঘাটে পৌঁছালেই বোনের ছেলে ইউনূস মন্ডল তাকে ধরে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে ৫০০ গজ দূরে টেনেহিঁচড়ে খুলুমবাড়িয়া কাঁচাবাজারে নিয়ে গেলে ফাঁস লেগে তার মৃত্যু হয়। এসময় এলাকাবাসী এগিয়ে আসলে ঘাতক ইউনূস মন্ডল পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে আবুল কালাম আজাদ বলেন, ২০ বছর আগে আমার ফুফু মাজু খাতুন দাদার অংশে পাওয়া জমি আমাদের কাছে বিক্রি করেন। কিন্তু গত দুই বছর ধরে ফুফাতো ভাই ইউনূসসহ পরিবারের লোকজন জমি তাদের নামে লিখে দিতে হুমকি দিয়ে আসছিল। গত কয়েকদিন আগেও ইউনূস আমাদের গ্রামে গিয়ে আমার বাবাকে হত্যার হুমকি দেয়। আমি আমার বাবার হত্যার বিচার চাই।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক ইউনূস মন্ডলকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host