রয়েল আহমেদ : শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য প্রদত্ত গৃহের জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণের উদ্বোধন করেছেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
রোববার (৮ অক্টোবর) শৈলকুপা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী।
জনাব আব্দুল হাই এমপি বলেন, বর্তমান সরকার গৃহহীনদের গৃহ দিয়েছেন। কোন মানুষ গৃহহীন থাকবেনা। সবুজে শ্যামলে ভরে উঠবে আমাদের এই দেশ।