রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শৈলকুপা উপজেলা ও পৌর কৃষক দলের আয়োজনে১১ ডিসেম্বর বিকালে শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শৈলকুপা উপজেলা বিএনপির,সভাপতি আবুল হোসেন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, ঝিনাইদহ জেলা কৃষক দলের সদস্য খন্দকার কামরুজ্জামান, সভাপতিত্ব করেন ঝিনাইদহ কৃষক দলের সদস্য মাহবুব জামিল। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা কৃষক দলের সদস্য হাফিজুর রহমান।
এ সময় শৈলকুপা উপজেলা ও পৌর কৃষক দল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।