রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় কৃষকদলের কর্মী সভায় জনতার ঢল

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৪:২৯ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:কৃষকদলের কর্মীসভায় তৃণমূলে যেন বাধভাঙ্গা উচ্ছাস,সুদীর্ঘ ১৭ বছর পর অনেকটা বিজয় উল্লাসের মত মানুষের ঢল নামে শৈলকুপা কৃষকদলের কর্মী সভায়।

শৈলকুপায় উপজেলা কৃষকদল ও পৌর কৃষকদলের কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকদলের আহবায়ক ওসমান আলী বিশ্বাস।

মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরের পর থেকেই দেখা যায় উপজেলার বিভিন্ন প্রান্ত হতে ব্যানার ফেসটুনসহ ঢাকঢোল পিটিয়ে অনেকেই প্রকৃত মাঠ কৃষকের সাজসজ্জায় হাজির হয় এ কর্মীসভায়। একে একে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শৈলকুপা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশ, হাজারো কৃষক জনতার উচ্ছ্বাস দেখা যায়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ন বাবর ফিরোজ সাধারণ সম্পাদক শৈলকুপা উপজেলা বিএনপি, বিশেষ অতিথি মো. আবুল হোসেন সভাপতি শৈলকুপা উপজেলা বিএনপি, মোঃ আবু তালেব সভাপতি শৈলকুপা পৌর বিএনপি, সেলিম রেজা ঠান্ডু সাধারণ সম্পাদক শৈলকুপা পৌর বিএনপি, মীর ফজলে এলাহী শিমুল যুগ্ম আহবায়ক, ঝিনাইদহ জেলা কৃষকদল মোঃ নাজমুল হুসাইন মিলন যুগ্ম আহবায়ক, ঝিনাইদহ জেলা কৃষকদল বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাকিবুল হাসান খান দিপু সহ-সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি, মোঃ নজরুল হোসেন জোয়াদ্দার সহ-সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি, মো. হাফিজুর রশীদ স্বপন কৃষি বিষয়ক সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি, মো. সামসুর রহমান যুগ্ম আহবায়ক, ঝিনাইদহ জেলা কৃষকদল মো. আব্দুর রশিদ মোহন যুগ্ম আহবাহক, ঝিনাইদহ জেলা কৃষকদল, মো: মিজানুর রহমান যুগ্ম আহবায়ক, ঝিনাইদহ জেলা কৃষকদল, মো: লাডুর রহমান বাবলু যুগ্ম আহবায়ক ঝিনাইদহ জেলা কৃষকদল, মো: আসাদুর রহমান যুগ্ম আহবায়ক, ঝিনাইদহ জেলা কৃষকদল, মো: মাসুম হোসেন যুগ্ম আহবায়ক ঝিনাইদহ জেলা কৃষকদল, মো: কামাল হোসেন যুগ্ম আহবায়ক, ঝিনাইদহ জেলা কৃষকদল।

নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তাগণ বলেন, ” ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে অনিয়ম অসংগতি আর দূর্ণীতির দূর্গভেঙ্গে কৃষিজীবি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে ” থানা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ আওয়ামী দোসরদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য রাখেন। তিনি বলেন, ” কৃষি ও কৃষক বাঁচাতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ ” কৃষক দলের সাবেক সদস্য সচিব কামরুল ইসলামের সঞ্চালনায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ কর্মীসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। খন্দকার কামরুজ্জামান ও রবিউল ইসলামের সঞ্চালনায় শৈলকুপা উপজেলা ও পৌর কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কৃষকদলের সাবেক আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ত্যাগী নেতাকর্মীদের নিয়েই পরিচ্ছন্ন পরিপাটি কৃষকদলের কমিটি গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host