শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে আইনজীবী হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঢাকায় মেট্রো বন্ধ যারা এখনও যোগ দেননি, তাদের আর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা পিরোজপুরে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে -ডিআইজি বরিশাল রেঞ্জ ব্রিগেডিয়ার জেনারেল ( অবসরপ্রাপ্ত) শামীম কামাল পিপলুর আগমন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশন এর গ্লোবাল ক্যাম্পেইন ENOUGH প্রচারাভিযান উদ্বোধন কয়রায় দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ ঝিনাইদহে পুলিশের এক এসআইসহ ৩ জনকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক করেছে র‌্যাব বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখা ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় আলু ৬০ টাকা কেজি

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৬:৪৮ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড় মৌকুড়ি গ্রামের ঝন্টু মন্ডলের পেশা কৃষিকাজ। আগে ১ হাজার টাকা খরচ করে যে শাকসবজি ও মাছ কিনতেন, অনায়াসে সপ্তাহ পেরিয়ে যেত। কিন্তু কয়েক মাস ধরে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়ও সপ্তাহ পার করতে পারছেন না। মঙ্গলবার শৈলকুপা বাজারে কথা হয় তাঁর মতো কয়েকজনের সঙ্গে। তারা বলছেন, আয় না বাড়লেও খরচ দ্বিগুণের বেশি বেড়েছে। যে কারণে মাছ-মাংস বাদ পড়ছে তালিকা থেকে। তরকারি কিনতেই পকেট ফাঁকা হয়ে পড়ছে তাদের।
ওই বাজারে কৃষিপণ্য নিয়ে এসেছিলেন কৃষ্ণনগর গ্রামের শহিদুল ইসলাম। শহিদুল ইসলাম জানান, আগে মালামাল বিক্রি করে কাঁচাবাজার ও মাছ কিনে কিছু টাকা থাকত পকেটে। সবকিছুর দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে আগের তুলনায় শাকসবজি ও মাছ কেনা অর্ধেকে নেমেছে। আজ আলুর দাম চাচ্ছে ৬০ টাকা কেজি। কি করবো বিপদে পড়ে গেছি বাধ্য হয়ে বুনো কচু, বাড়ির পাশ থেকে শাকসবজি খুঁজে দিন পার করতে হচ্ছে।
শৈলকুপা বাজারের সবজি ব্যবসায়ী রেন্টু বলেন, আগে প্রতি হাটে চার-পাঁচ বস্তা আলু বিক্রি করতেন। দাম বাড়ায় তা অর্ধেকে নেমেছে। তিনি বলেন, ‘মৌসুমের শেষ দিকে প্রতি কেজি আলু সর্বোচ্চ ৩০-৩৫ টাকায় বিক্রি করেছি। এবার তা ৫০ টাকার নিচে নামছে না।’
কলা ব্যবসায়ী ইসরাইল হোসেনের মাসিক আয় গড়ে ১০ হাজার টাকার মতো। দু’জনের সংসারে আগে ৬০০ টাকার বাজারে সপ্তাহ চলে যেত। এখন সপ্তাহে ১ হাজার ৪০০ টাকার বাজারেও চলছে না। মাছ-মাংস কেনা কমিয়ে দিয়েছেন। আমিষের জন্য পুরো নির্ভর হয়ে পড়েছেন পাঙাশ মাছের ওপর।
দিনমজুর কালাম হোসেন বলেন, আগে মাসে ৫ হাজার টাকার তরিতরকারিতে চলে যেত। এখন ৮ হাজারেও চলতে পারছেন না। বাধ্য হয়ে সন্তানদের পড়ালেখার খরচ ও সাংসারিক খরচেও কাটছাঁট করতে হয়েছে। আগে মাসে দু-একবার মাংস কিনলেও এখন একবারও পারছিনা।
শৈলকুপা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিহাব মল্লিক বলেন, আজ আলু ৬০ টাকা। ২ কেজি কিনে ১’শ টাকা দিয়ে ফেরত পাওয়ার আশায় অপেক্ষা করে বললাম ভাই দ্রুত টাকা দেন আমার কাজ আছে। দোকানী আমার দিকে তাকিয়ে বলল আপনিই আরো ২০ টাকা দেবেন আজ আলু ৬০ টাকা এই নেন চালান বলেই আড়তদারির কাগজ ধরিয়ে দিল। আমি মনে মনে অন্য চিন্তা করে বল্লাম তাহলে ১ কেজি নামিয়ে নিন আমার আরো বাজার বাকি আছে। নিমিষেই ২৬০ টাকা তরকারির বাজারে হারিয়ে গেল, ৪০ টাকায় কি মাছ হয় ? এই ভেবে বাড়ির দিকে রওনা হলাম আর ভাবলাম কাল থেকে আলু বাদ অন্য কিছু যোগ করবো। কথা ছিল ৩৬ টাকায় সরকার আলু খাওয়াবে, সরকারি ঘোষনার পর থেকে আজ পর্যন্ত একদিনও ৩৬ টাকায় কেউ আলু কিনতে পারলে জানাবেন প্লিজ। এই হচ্ছে কর্মকর্তাদের বাজার তদারকির অবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host