এন এস বি ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।শনিবার(৯ মার্চ) দিবাগত রাত তিনটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় সব হলের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন।
এসময় ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, তোমার বোন আমার বোন, আসিয়া আসিয়া’, ‘ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে’ ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’- ইত্যাদি স্লোগান দেন তারা ।
শিক্ষার্থীদের দাবি, মাত্র আট বছরের একটি শিশুকে দলবদ্ধ ধর্ষণ প্রমাণ করে, দেশে সুবিচার নিশ্চিত হচ্ছে না। শুধু প্রতিশ্রুতি দিয়ে নয়, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, রাত দুইটা থেকেই ছাত্রী হলের ভেতরে বিক্ষোভ চলছিল। রাত তিনটার দিকে বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বেরিয়ে আসেন। পরে ছাত্ররাও মিছিলে যোগ দেন। পরে
গোলচত্বর হয়ে বিক্ষোভ মিছিল মুক্তমঞ্চে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। তবে পরবর্তী কর্মসূচি হিসেবে শিক্ষার্থীরা আজ রোববার দুপুর দুইটায় আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন।