মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ পুলিশ সপ্তাহ-২০২৪ এ অপরাধ নিয়ন্ত্রণে ও সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে “গ” গ্রুপে ১ম স্থান অধিকার করেছে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশশান্তি প্রগতির বাংলাদেশ’’
এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৪। ২০২৩ সালের অপরাধ নিয়ন্ত্রণে ও সার্বিক কার্যক্রম মূল্যায়ণের ভিত্তিতে সারাদেশের জেলাগুলোকে তিনটি গ্রুপে বিভক্ত করে পুরস্কার দেয়া হয়।
চলতি পুলিশ সপ্তাহে “গ” গ্রুপে ১ম স্থান অধিকার করেছে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম । বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নিকট হতে পুরস্কার গ্রহণ করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পিপিএম-সেবা ।
এ পুরস্কার প্রাপ্তি লালমনিরহাট জেলা পুলিশের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে মনে করেন সচেতন মহল।