মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি: আলোচিত লালমনিরহাটের এক গরু ব্যবসায়ী কাছে থেকে চাঁদা দাবি করে এবং আটক করে টাকা নেওয়ার অভিযোগে বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ জেলা শাখার সভাপতি রাশেদ খান বিলাশ কে সকল পদ পদবী হতে ১৪/৬/২০২৪ ইং তারিখে এক বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি দিয়েছে।
ঘটনার বিবরণ ও থানায় লিখিত অভিযোগে জানা যায় গত ৯ জুন লালমনিরহাট জজ কোর্টের সামন থেকে আইয়ুব আলী নামের এক গরু ব্যবসায়ীকে জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায়, পরে ওই গরু ব্যবসায়ী কাছ থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা আদায় করে নিয়ে ছেড়ে দেয়।
ভুক্তভোগী গরু ব্যবসায়ী আইয়ুব আলী আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মৃত মোসলেম উদ্দিন ছেলে।
উক্ত ঘটনায় গরু ব্যবসায়ী আইয়ুব আলী ১০ জুন লালমনিরহাট সদর থানায় অভিযুক্ত ছাত্রলীগের সভাপতি সহ ৬ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । এদিকে ভুক্তভোগী পরিবার সহ স্থানীয় লোকজন ছাত্রলীগের সভাপতি কে গ্রেফতার দাবিতে ১৪/৬/২০২৪ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় জেলার আদিতমারী উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন । উক্ত
মানববন্ধনে বক্তব্য দেয় ভুক্তভোগী গরু ব্যবসায়ী আইয়ুব আলী, বড় ভাই ইয়াকুব আলী সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।