মোঃ গোলাপ মিয়া, ষ্টাফরিপোর্টারঃ লালমনিরহাট। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের এক মাদক ব্যবসায়ী বাড়ীতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী দুই জন কে গ্রেফতার করেছে রংপুর র্যাব ১৩।
১১ সেপ্টেম্বর ভোর বেলা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের খিতিশ চন্দ্র রায় ও তার স্ত্রী দ্বিপালী রাণী রায় কে ৩০ কেজি গাঁজা সহ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়ছে। জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন ব্যাব ১৩ এর একটি অভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ী বাড়ীতে অভিযান পরিচালনা করে এসময় ৩০ কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রীকে গ্রেফতারকরেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে কালীগঞ্জ থানা পুলিশের কাছে স্বামী ও স্ত্রী কে হস্তান্তর করা হয়েছে।