বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

লালমনিরহাটে বিজিবি কর্তৃক ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ গ্রেফতার ১

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৪:২২ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট ব্যাটালিয়নের অধীনস্থ অনন্তপুর বিওপির সীমান্ত হতে বিজিবি কর্তৃক ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ০১জন মাদক চোরাকারবারী আটক করেছে।
বিজিবি প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান প্রতিরোধ ও মাদক পাচার রোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৫২০ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ অনন্তপুর বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ উত্তর অনন্তপুর কদমতলী মোড় নামক এলাকা দিয়ে মোটর সাইকেলযোগে একজন মাদক চোরাকারবারী মাদক পাচার করবে। উক্ত সংবাদের ভিত্তিতে অনন্তপুর বিওপি কমান্ডারের নেতৃত্বে টহলদল আনুমানিক ০৫৪০ ঘটিকায় সীমান্ত পিলার ৯৪৭/৪-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কদমতলী মোড় (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে রাস্তার পাশে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ০৫৫০ ঘটিকায় বিজিবি টহলদল সোর্সের বর্ণনানুযায়ী মোটর সাইকেলযোগে ০১ জন মাদক চেরাকারবারীকে আসতে দেখতে পেয়ে তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক চেরাকারবারীর নাম মোঃ শাহারুল ইসলাম (৪০), পিতা-মোঃ খলিলুর রহমান, গ্রাম-কান্ত নগর, থানা-সাদুল্লাহপুর, জেলা-গাইবান্ধাকে। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।লালমনিরহাট ব্যাটালিয়নের ১৫ বিজিবি অধিনায়ক লেফটেনাল কর্নেল শাহ মোঃ শাকিল আলম এসপিপি বিষয় নিশ্চিত করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host