মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে জেলার পৃথক পৃথক স্থান থেকে ৩৫৯ বোতল ফেন্সিডিল, ০১ কেজি গাঁজা ও ৫২ পিছ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মোট ০৫ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
লালমনিরহাট জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় লালমনিরহাট জেলাস্থ কালিগঞ্জ, হাতিবান্ধা, আদিতমারী থানা এবং গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে মোট ৩৫৯ বোতল ফেন্সিডিল, ০১ কেজি গাঁজা ও ৫২ পিছ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোট ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।এছাড়াও লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান চলমান রয়েছে বলে জানায় লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।