মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টার লালমনিরহাট: লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিল ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা’সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার করেছে।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এই প্রতিনিধিকে জানায় গত ১৭/০৯/২০২৫ ইং তারিখে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র, কালীগঞ্জ থানা, লালমনিরহাট কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানাধীন ০৬ নং গোড়ল ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৫), পিতা-মৃত গোলাপ আম্বিয়া এর বসতবাড়ির পূর্ব পাশে থাকা বলাইরহাট হতে বামনটারীগামী পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ রুবেল মিয়া (২৬), মোঃ নাবিউল ইসলাম (২৮)-দ্বয়কে গ্রেফতার ও মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল সহ ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে সেই সাথে ১৮/০৯/২০২৫ ইং তারিখে লালমনিরহাট সদর থানা থানা, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ নং মোগলহাট ইউনিয়নের কর্নপুর (কুরুল) মোছাঃ মমিনা বেগম (৩৭)-এর বসত বাড়ীর শয়নকক্ষ থেকে মাদক ব্যবসায়ী মোছাঃ মমিনা বেগম (৩৭)-কে গ্রেফতার করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেন ।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং স্থানীয় সর্বসাধারণের কাছে আবেদন করে মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য।