মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট: লালমনিরহাট জেলার ৫ টি উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ জন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী, তাদের নামে সন্ত্রাসবিরোধী ও নাশকতা মামলা সহ একাধিক মামলার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।১৩ই নভেম্বর নাশকতা ঠেকাতে জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লালমনিরহাট সদর থেকে ৪ জন, পাটগ্রাম থেকে ১ জন, হাতীবান্ধা থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ২ জন ও আদিতমারী থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।গ্রেফতারদের মধ্যে রয়েছেন—পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের কর্মী মো. আলমগীর হোসেন, কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নারায়ন রায় ও তুষভান্ডার ইউনিয়নের ইউপি সদস্য গোলজার হোসেন।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ থাকায় বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন গ্রেফতারকৃত আসামি আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের নামে একাধিক মামলা রয়েছে, থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫ টি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মামলার আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।