মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট: লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত ০৪ (চার) জন মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালত কর্তৃক ১০ (দশ) বছর কারাদণ্ড সহ অর্থ দণ্ডাদেশ প্রদান করেছেন।গত ০৮/০৯/২০২৫ ইং তারিখে বিজ্ঞ আদালত লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য সহ গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণ করতে সক্ষম হওয়ায় এজাহার নামীয় আসামী ১। মোঃ রাজিব হোসেন (২৫), ২।মোঃ বাচ্চু মিয়া (২২), ৩। মোঃ সুলতান সিকদার (২৮), ৪। মোঃ হারুন মিয়া (২৬)-দের কে বিজ্ঞ আদালত ১০ (দশ) বছর কারাদণ্ড সহ ১০,০০০/- টাকা অর্থদণ্ডে এবং অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতায় আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এই প্রতিনিধিকে বলেন মাদকের মামলায় এজাহারভুক্ত আসামি ৪ জনের ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।